বাংলাদেশে ‘উগ্র বামপন্থীদের’ ভোট দিতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:২৫ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশের অজ্ঞাত একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের ২ কোটি ৯০ লাখ ডলার দেওয়া নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এর আগে শুক্রবার গভনরর্স ওয়ার্কিং সেশনে বাংলাদেশকে দেওয়া ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলারের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেওয়া হয়েছে দুই কোটি ৯০ লাখ মার্কিন ডলার। তা এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে, যার নাম কেউ শোনেনি।

আরও পড়ুন: ফুটবল মাঠেই ১১ জনকে গুলি করে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল রাজনৈতিক দৃশ্যপটকে শক্তিশালী ও সাহায্য করার জন্য। যাতে বাংলাদেশে একটি উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। আপনারা দেখতে পাবেন তারা কাকে সমর্থন দিয়েছে।

মূলত ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) বাংলাদেশে ২ কোটি ৯০ লাখ ডলারের তহবিল কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার পর এই বিতর্ক শুরু হয়।

আরও পড়ুন: পাকিস্তানে সতর্কতা জারি, ভ্রমন এড়ানোর পরামর্শ

ডিওজিই ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত আরও ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল করেছে, যা উভয় দেশে নির্বাচন সম্পর্কিত কার্যক্রমে মার্কিন জড়িত থাকার জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।

বাংলাদেশ ছাড়াও ভারতকে নিয়েও শনিবার কথা বলেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনের মতো আবারও দাবি করেছেন, ভারতে নির্বাচনের জন্য ইউএসএইড সহায়তা করেছে। তিনি বলেন, ভারতকে কেন তারা সহায়তা করবেন? যেখানে ভারত তাদের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।