সংবাদ প্রকাশের জেরে নরসিংদীতে সাংবাদিককে হত্যার হুমকি

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে বালু খেকোদের বালু উত্তোলনের ঘটনায় "মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন গ্রামবাসী আতঙ্কে" শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সফিকুল ইসলামকে হত্যার হুমকি দেয় স্থানীয় বালু খেকোরা।
সাংবাদিক সফিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা অ্যাফেয়ার্স এর রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং রায়পুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের একজন সক্রিয় সদস্য।
আরও পড়ুন: কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
এ ব্যাপারে শনিবার (২৬ জুলাই) সাংবাদিক সফিকুল ইসলাম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নম্বর- ১৪৩৮।
জানা যায়, গত ২১ জুলাই ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা অ্যাফেয়ার্সে "মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন, গ্রামবাসী আতঙ্কে" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে বালু খেকোরা সাংবাদিক সফিকুল ইসলামকে বিভিন্নভাবে অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার পর তিনি স্থানীয় সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবগত করে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
আরও পড়ুন: জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি বিএফইউজে ও ডিইউজের
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছি তারা।