মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নার্সিংয়ের বদলি, পদায়ন বা সংযুক্তির আদেশ জারি করতে পারবে না

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২২ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদন ছাড়া নাসিং ও মিডওয়াফারি অধিদপ্তর কোনো বদলি, পদায়ন বা সংযুক্তির আদেশ জারি করতে পারবে না। আজ মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এমন একটি আদেশ জারি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বদলি, পদায়ন বা সংযুক্তির প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগে অনুমোদনের জন্য পাঠাবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদন পেলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বদলি, পদায়ন বা সংযুক্তির আদেশ জারি করবে।

আরও পড়ুন: নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

আদেশে আরও বলা হয়, সব ধরনের ছুটি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মঞ্জুর করলেও সেটি স্বাস্থ্যসেবা বিভাগকে জানাতে হবে।