সুদান থেকে ফিরতে আগ্রহীদের দুটি হটলাইনে যোগাযোগ করতে বলেছে দূতাবাস

সুদানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে প্রত্যাবর্তন করতে চায় তাদেরকে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: বিশ্ব মান দিবস আজ
বার্তায় বলা হয়, বাংলাদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বারে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
হটলাইন নাম্বারগুলো হলো
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
মো. ইকরামুল হক (তৃতীয় সচিব) +২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০ এবং মো. জাহাঙ্গীর আলম (প্রশাসনিক কর্মকর্তা) +৮৮০১৭৩৭১২৫৩৪৯।
খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্য বলছে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে খার্তুমেই প্রায় ১ হাজার ২০০ বাংলাদেশি রয়েছেন। বাকিরা দেশটির বিভিন্ন অঞ্চলে অবস্থান করছেন।
দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশটিতে অবস্থানরত দেড় হাজার বাংলাদেশিদের মধ্যে ৫০০ বাংলাদেশিকে ফেরানোর প্রক্রিয়া চলছে। এসব বাংলাদেশিকে পোর্ট সুদান হয়ে জাহাজে করে জেদ্দায় নেওয়া হবে। সেখান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হবে।