ইউনেস্কোর পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৪ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৪
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ড. মোহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ড. মোহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজারবাইজানের রাজধানীতে গজনবী ফাউন্ডেশনের আমন্ত্রণে ইসরায়েলের একজন ভাস্কর তাকে ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার দিয়েছেন। ড. ইউনূস ইউনেস্কোর নাম ব্যবহার করে প্রতারণা করছেন।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে ইউনেস্কো পুরস্কার নিয়ে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত না থাকলে ইউনূস সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী

শিক্ষামন্ত্রী বলেন, ইউনূস সেন্টার ইউনেস্কো পুরস্কার সম্পর্কে যে তথ্য প্রচার করছে তা প্রতারণামূলক। এ বিষয়ে ইউনেস্কো সদর দপ্তরে ব্যাখ্যা পাঠানো হবে।

এর আগে জানা যায় ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ ধরনের কোন পুরস্কার তাকে দেয়া হয়নি।

তিনি আরও বলেন, ইউনেস্কোকে অবহিত করা হবে যে, ড. ইউনূস প্রতারণা করছেন। সেইসঙ্গে তিনি বিতর্কিত ও দণ্ডিত ব্যক্তি। তিনি শ্রম অধিকার লঙ্ঘন করেছেন।

গত বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।