পুলিশ বহরে যুক্ত হচ্ছে রাশিয়ান হেলিকপ্টার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ২১ মে ২০২৪ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জন নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টা হেলিকপ্টার বাংলাদেশ পুলিশের বহরে সরবরাহ করবে সরবরাহকারী সংস্থা জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আগামী অর্থবছরের শুরুতে পুলিশ সদর দপ্তরের এয়ার উইং দুটি রাশিয়ান এমআই-১৭১এ২ হেলিকপ্টার পেতে যাচ্ছে। 

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

এর আগে, ২০২১ সালের ১৯ নভেম্বর ঢাকায় পুলিশ সদর দপ্তরে এই হেলিকপ্টার কেনার চুক্তি হয়। ওই সময় পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে এমআই-১৭১এ২ ধরনের দুইটি হেলিকপ্টার কেনা হবে। তার আগে ২০২১ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই হেলিকপ্টার কেনার অনুমোদন দেয়। 

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত জননিরাপত্তা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট) সারোয়ার মোর্শেদ শামীম জানান, রাশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টার সরবরাহ করবে। এজন্য তিনি চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে থাকা বরাদ্দ আগামী অর্থবছরের বাজেটে স্থানান্তরের অনুরোধ করেন।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ, বিভিন্ন অপারেশন এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে ২০২১ সালে পুলিশের এই এভিয়েশন শাখাটি গঠিত হয়। হেলিকপ্টার দুটি কেনার মাধ্যমে উইংটিতে প্রথমবারের মতো উড়োযান সংযোজন হচ্ছে।