রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ২৯ মে ২০২৫ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাই ভিউ বাড়িতে হামলা ও বাড়ির সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরে দিয়েছে দুর্বৃত্তরা। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সটকে পরে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়াল, আজ ‘মার্চ টু সচিবালয়’

এর আগে, রাত ৮টার দিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর রংপুরে অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রংপুর প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেনাপাড়াস্থ জিএম কাদেরের বাসভবনের দিকে রওয়ানা হয়। পরে তারা সেখান থেকে ফিরে এসে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এখনও তারা সেখানে অবস্থান করছেন। 

এদিকে জিএম কাদেরের বাড়িতে হামলা ও বাড়ির সামনে অগ্নিসংযোগের পরপরেই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। বর্তমানে সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়। খবর লেখা পর্যন্ত জিএম কাদেরের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। 

আরও পড়ুন: ঢাকায় মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা

রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন জানান, আমরা এই মুহুর্তে স্কাই ভিউ ঘিরে রেখেছি। জিএম কাদের নিরাপদে আছেন। আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহবায়ক ইমরান আহমেদ বলেন, আমি পারিবারিক কাজে ব্যস্ত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বর্তমানে অবস্থান কর্মসূচী পালন করছে। কারও বাসায় হামলা ও আগুন দেওয়ার বিষয়ে জানা নেই।

হামলার ঘটনা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।