অনুপস্থিতি সাময়িক: জামায়াতকে নিয়ে প্রেস সচিবের ব্যাখ্যা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামায়াতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না। তারা বুধবারের বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা। তবে আজ কেন যোগ দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানায়নি।
মঙ্গলবার ( ১৭ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
শফিকুল আলম বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে এবং কাউকে আলাদা করে দেখছে না।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতি নিয়ে জামায়াত এবং এনসিপির উদ্বেগের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব ব্যাখ্যা করেন, এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। তিনি মালয়েশিয়ার সরকারের উদাহরণ টেনে বলেন, দেশটির সরকারও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে আলোচনায় বসেছে, যা সব দেশেই স্বাভাবিক প্রক্রিয়া।
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
প্রেস সচিব আরও জানান, আগামী জুলাই মাসেই বহুল প্রতীক্ষিত 'জুলাই সনদ' প্রকাশ করা হবে।