শেখ হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না: আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হলেও তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি ধারণা করছেন, শেখ হাসিনা তার জীবনের শেষ দিনগুলো ভারতেই কাটাবেন।

মঙ্গলবার (৫ আগস্ট), জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে প্রথম আলোর নতুন অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, "যুদ্ধক্ষেত্রেও কিছু কাজ নিষেধ করা আছে। কেউ পালাচ্ছেন, নিরস্ত্র মানুষ, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছেন—এমন মানুষকেও যুদ্ধক্ষেত্রে হত্যা করা যায় না। পৃথিবীর যেকোনো আইনে এটা যুদ্ধাপরাধ।"

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এমন অনেক ঘটনা দেখা গেছে, যেখানে পালিয়ে যাওয়া মানুষকে মেরে ফেলা হয়েছে, মৃত্যুযন্ত্রণায় কাতর একজন মানুষকে কাছে থেকে গুলি করা হয়েছে, এমনকি লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

আসিফ নজরুল পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, "যে পুলিশকে এভাবে একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ। কোনো একটা পুলিশ বাহিনী, সম্ভবত প্যালেস্টাইনের মানুষকে বোধ হয় এভাবে মারে...একটা দেশের সুশৃঙ্খল বাহিনী, আমার ট্যাক্সের টাকায় চলা, তাকে ইসরায়েলি বাহিনীর মতো করে বাহিনী বানিয়েছে, যেটা এভাবে খুন করতে পারে।"

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার অসংখ্য ভিডিও ফুটেজ তাদের হাতে আছে। তিনি বলেন, "আমরা যদি শেখ হাসিনার স্ট্যান্ডার্ডে বিচার করতাম, তাহলে এই বিচার চার থেকে পাঁচ মাসে হয়ে যেত। আমরা এমনভাবে বিচার করছি, যেন ২০-৩০ বছর পরও বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এ জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও আইন সংশোধন করে বিচার করা হচ্ছে।"

নিজেকে নিয়ে ঝুঁকি ও দায়িত্ব পালনের প্রতিশ্রুতি

আইন উপদেষ্টা জানান, তিনি যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তখন শুভাকাঙ্ক্ষীরা তাকে বলেছিলেন যে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হবেন এবং এই সরকার চলে যাওয়ার পর তিনি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন।

আসিফ নজরুল বলেন, "আপনারা জানেন, কেন ঝুঁকিতে থাকব। দুঃখ নেই, আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন দায়িত্ব পালনের জন্য। আমার জানা মতে, এই দায়িত্ব পালনে আমার ও টিমের একবিন্দু গাফিলতি নেই। একবিন্দু অবিচার করার ইচ্ছা নেই। সুবিচার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।" তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশা আল্লাহ, এই সরকারের মেয়াদেই শেখ হাসিনার বিচার শেষ হবে।