ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা সংক্রান্ত একটি চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ চুক্তি কার্যকর হলে উভয় দেশের সরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই সফর করতে পারবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতির বিষয়ে একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা একে অপরের দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।”

আরও পড়ুন: নির্বাচন ঘোলাটে করার অপচেষ্টা গণতন্ত্রে বাধা: তারেক রহমান

প্রেস সচিব আরও জানান, এ ধরনের চুক্তি বাংলাদেশ এর আগেও ৩১টি দেশের সঙ্গে করেছে। এটি একটি “স্ট্যান্ডার্ড প্র্যাকটিস” হিসেবে বিবেচিত। চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।

উল্লেখ্য, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।