শিবিরের ‘ফিউচার সায়েন্টিস্ট মিটআপ’

মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৬ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ফিউচার সায়েন্টিস্ট মিটআপ’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে বিকেল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪-এর বাছাইকৃত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “ছাত্রশিবির ভবিষ্যৎ বিজ্ঞানীদের দক্ষতা বিকাশে গাইডলাইন, ট্রেইনিং, আন্তর্জাতিক সংযোগ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। দেশ সম্ভাবনায় ভরপুর; হতাশ হওয়ার সুযোগ নেই। মেধা ও নৈতিকতার সমন্বয় ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখার সুযোগ

সভায় সভাপতির পাশাপাশি শিক্ষার্থীদের প্রজেক্ট উপস্থাপনা শেষে প্যানেল আলোচনায় অংশ নেন দেশের খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা। বক্তারা বলেন, বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করা জরুরি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন: তেলের ভুয়া খরচে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেল দুদক

অনুষ্ঠান শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, “ছাত্রশিবির গবেষণা ও উদ্ভাবনে উৎসাহী শিক্ষার্থীদের পাশে থাকবে এবং দেশের জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করবে।”