সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে, স্নাতক ডিগ্রিধারীরাই শীর্ষে

বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার রয়েছে ঢাকা বিভাগে। সর্বশেষ শ্রমশক্তি জরিপ–২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদনে দেখা যায়, বিভাগটিতে বেকারের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার।
বিবিএসের তথ্যমতে, ঢাকার পর চট্টগ্রাম বিভাগে বেকারের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার এবং রাজশাহী বিভাগে ৩ লাখ ৫৭ হাজার। এরপর খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার বেকার রয়েছেন।
আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
শিক্ষিতরাই বেকার বেশি
প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট বেকারের মধ্যে সবচেয়ে বেশি স্নাতক ডিগ্রিধারী (১৩.৫%)। উচ্চমাধ্যমিক পাস করেছেন এমন বেকারের হার ৭.১৩%। অর্থাৎ, প্রতি ৫ জন বেকারের মধ্যে অন্তত একজন স্নাতক বা উচ্চমাধ্যমিক সনদধারী। অন্যদিকে যাদের কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই, তাদের মধ্যে বেকারত্বের হার অনেক কম—মাত্র ১.২৫%।
আরও পড়ুন: খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
তরুণদের বেকারত্ব
প্রতিবেদনে বলা হয়, দেশের মোট বেকারের মধ্যে ২০ লাখের মতো তরুণের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। সব বেকারের মধ্যে ৭৬ শতাংশই তরুণ, আর তাদের মধ্যে বেকারত্বের হার ৮ শতাংশের বেশি। বিশেষ করে এই বয়সী বেকারদের মধ্যে প্রায় ২৯ শতাংশ স্নাতক ডিগ্রিধারী। অর্থাৎ, প্রতি তিন স্নাতকের একজন বেকার।
বেকারত্বের ধরন
বিবিএস জানায়, দেশে মূলত তিন ধরনের বেকারত্ব রয়েছে—
সামঞ্জস্যহীনতাজনিত বেকারত্ব: শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের অসামঞ্জস্যের কারণে।
বাণিজ্য চক্রজনিত বেকারত্ব: অর্থনীতির মন্দাভাব বা মহামারির মতো সংকটে।
কাঠামোগত বেকারত্ব: প্রযুক্তিগত পরিবর্তন ও শিল্পের ধরন বদলের কারণে।
চাকরি খোঁজার পদ্ধতি
জরিপে আরও বলা হয়েছে, চাকরি খোঁজার জন্য বিভিন্ন পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি ৩৬ শতাংশ চাকরিপ্রত্যাশী বন্ধু ও আত্মীয়-স্বজনের সহায়তা নিয়েছেন। এছাড়া ২৬ শতাংশ সংবাদপত্রের বিজ্ঞাপন থেকে এবং প্রায় ১২ শতাংশ সরাসরি অফিস-প্রতিষ্ঠানে গিয়ে** চাকরি খুঁজেছেন।