১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা’র প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য স্বাভাবিক। যদি সবাই আমার মতো হতো, তাহলে সব দল একই হতো। তাই ভিন্নমত থাকা স্বাভাবিক, তিনি বলেন। তবে তিনি নিশ্চিত করেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি ১৫-এর মধ্যেই অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে কবি ফররুক আহমেদের জন্মস্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ কমিটমেন্ট। কেউ যদি বানচালের চেষ্টা করেন, তাও সম্ভব নয়।
আরও পড়ুন: হাসিনার ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা লুট হয়েছে
শফিকুল আলম আরও বলেন, এই নির্বাচন হবে দেশের জন্য একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যা ভবিষ্যতের নির্বাচনের দিকনির্দেশনা নির্ধারণ করবে এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রভাব ফেলবে।
এর আগে বৃহস্পতিবার, রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।
আরও পড়ুন: খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
প্রেস সচিব আরও জানিয়েছেন, সরকার নির্বাচনি প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না। ভোটারদের নিরাপদ ভোটাধিকারের জন্য প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হবে।