হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪০ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতি যথাযথ নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ব্যক্তিগত পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে পরিচিত। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান ও আচার-অনুষ্ঠান পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেছে।

তিনি স্মরণ করিয়ে দেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা এর আগে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তকে প্রশংসা করে বলেছেন— এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে এবং ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

জামায়াত আমির বলেন, “সবার অংশগ্রহণে বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলো সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়। শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক।”

তিনি হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহ্বান জানান। একই সঙ্গে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য জামায়াতের জনশক্তি ও শান্তিপ্রিয় দেশবাসীর প্রতিও উদাত্ত আহ্বান জানান তিনি।