নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব কারাগারে

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননার ঘটনায় জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

তদন্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, মামলার তদন্ত এখনো চলমান। পরবর্তী পর্যায়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে রিমান্ড আবেদন করা হতে পারে। তিনি আরও বলেন, “অপূর্ব জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।”

এর আগে শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করে পুলিশ।

ওইদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোরআন শরীফ অবমাননার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বিক্ষোভ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করেছিলেন।

এরপর রাতেই উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অপূর্বের বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে ধর্ম অবমাননার অভিযোগে ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে অপূর্ব পালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।