শাপলার সঙ্গে আমাদের অর্গানিক সম্পর্ক: সারোয়ার তুষার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে প্রতীক ইস্যুতে তৈরি হয়েছে স্পষ্ট মতবিরোধ। এনসিপি শুরু থেকেই দলের প্রতীক হিসেবে শাপলা দাবি করে আসছে, তবে ইসি বলছে, শাপলা রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় নেই।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেন, “শাপলার সঙ্গে আমাদের অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই এর কোনো বিকল্প নেই।”

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

তিনি আরও বলেন, “ইসি আমাদের জানিয়েছিল, যে ১৫০টি প্রতীক যুক্ত হবে তার মধ্যে শাপলাও থাকবে। এই তথ্য জানার পর আমরা নিবন্ধনের জন্য দলের অনুকূলে শাপলা প্রতীক সংরক্ষণের আবেদন করি। এরপর জুলাই মাসের পদযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমর্থকরা খাল-বিল থেকে শাপলা তুলে নিয়ে মিছিলে অংশ নেন। এটি প্রমাণ করে, জনগণের সঙ্গে আমাদের এই প্রতীকের গভীর সম্পর্ক তৈরি হয়েছে।”

সারোয়ার তুষার অভিযোগ করে বলেন, “প্রত্যেক ইস্যুতে ইসি আমাদের অযথা ভোগান্তির মধ্যে ফেলছে। এতে বোঝা যায়, তারা চায় না এনসিপি নির্বাচনে অংশ নিক। তবে আমরা ফাইট দেব। শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাওয়ার বিষয়ে আমরা পুনর্বিবেচনা করব। এই প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রশ্নই আসে না।”

আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস