আজ থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনে যাবেন শিক্ষকরা
বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রোববার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) যাবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি জানান, দুপুর ১২টার পর শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবেন।
আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
এর আগে সারাদিন ধরে শিক্ষকরা অবস্থান, অনশন ও কর্মবিরতির পাশাপাশি কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী অংশ নেন।
আন্দোলনের অংশ হিসেবে প্রায় ১০০ জন শিক্ষক অনশনে বসেন, যাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান আজিজী। শহীদ মিনারে এখনও অনেক শিক্ষক অবস্থান কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে সারাদেশে শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই আন্দোলন শুরু করেন। তাদের তিন দফা দাবি হলো —
১️. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া,
২️. ১,৫০০ টাকা মেডিকেল ভাতা,
৩️. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
দেলোয়ার হোসেন আজিজী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। মন্ত্রণালয় আলোচনার প্রস্তাব দিলেও আমরা এখন শুধু প্রজ্ঞাপন চাই। যত দেরি হবে, সংকট তত গভীর হবে।”
শনিবারের বিক্ষোভে শিক্ষকরা শ্লোগান দেন
সি আর আবরার, আর নয় দরকার
রাজপথে কে? শিক্ষক শিক্ষক
ছাত্র–শিক্ষক–জনতা, গড়ে তোলো একতা
“সারা বাংলার শিক্ষক, এক হও লড়াই করো।





