খুলে দেওয়া হলো টিটিপাড়া আন্ডারপাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।সকালে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন আন্ডারপাসটি পরিদর্শন করেন এবং তা চালুর নির্দেশ দেন।

একপাশে অতীশ দীপঙ্কর রোড, অন্য পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড— মাঝখানে এই টিটিপাড়ার লেভেল ক্রসিং। সড়কপথ ও রেলপথের যান চলাচল নির্বিঘ্ন করতে লেভেল ক্রসিংটি আন্ডারপাসে রূপান্তর করা হয়। এর ফলে দীর্ঘদিন রাজধানীর ব্যস্ত এই সংযোগপথ বন্ধ ছিল, যার কারণে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় দুই বছরের কাজ শেষে আন্ডারপাসটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আন্ডারপাসের নিচ দিয়ে ছয় লেনের সড়কের মধ্যে চার লেন থাকবে যান্ত্রিক যানবাহনের জন্য। পাঁচ মিটার উচ্চতার গাড়ি সহজে চলাচল করতে পারবে এই পথে। দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাত রাখা হয়েছে।

প্যাডেলচালিত যানবাহনের জন্য ঢাল কম রাখতে দুই পাশের লেন মাঝের চার লেনের তুলনায় কিছুটা উঁচু করা হয়েছে। ফলে এখন ওপরে ট্রেন এবং নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারবে। সড়কের রোড মার্কিং, ডিভাইডারে ফুলের গাছ এবং ল্যাম্পপোস্ট আন্ডারপাসটিকে দিয়েছে আধুনিক সৌন্দর্য।

আরও পড়ুন: জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায় আওয়ামী লীগ

প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, এখানে জায়গার সীমাবদ্ধতা ছিল, তাই বাইপাস রোড নির্মাণ সম্ভব হয়নি। আন্ডারপাসের গভীরতাও বেশি হওয়ায় সামান্য বাইপাস তৈরি করলেও তা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেত। স্থাপনাটির রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি টেকসই রাখতে একাধিক সংস্থার সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন, বিশেষ করে পাম্প হাউস যাতে দুর্যোগকালেও সচল থাকে তা নিশ্চিত করতে হবে।

মূল সড়ক থেকে ১১ মিটার নিচে নির্মিত এই আন্ডারপাসে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা রাখা হয়েছে যাতে বর্ষাকালে পানি জমে না।

প্রকল্পের প্রকৌশলী নীলাকর বিশ্বাস জানান, টিটিপাড়া আন্ডারপাসের জন্য আলাদা একটি রেইনওয়াটার পাম্প ওয়েল স্থাপন করা হয়েছে। ৭৫ কিলোওয়াটের চারটি পাম্প স্বয়ংক্রিয়ভাবে পানি তুলে পার্শ্ববর্তী ক্যানেলে পাঠাবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, আজ সকাল ১০টা থেকেই টিটিপাড়া আন্ডারপাস সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী নির্দেশ দিয়েছেন— এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।

রাজধানীবাসীর প্রত্যাশা, আন্ডারপাস চালুর মাধ্যমে ট্রাফিক জট কমে আসবে এবং অতীশ দীপঙ্কর রোড–কমলাপুর সংযোগপথে স্বস্তি ফিরবে যান চলাচলে।