নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় কঠোর অবস্থানের হুঁশিয়ারি প্রেস সচিবের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত ঢাকার কর্মসূচি কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

আরও পড়ুন: মৎস্য অধিদপ্তরের উপদেষ্টার প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

শফিকুল আলম লিখেছেন, “বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন এটি ২৮ অক্টোবর, ২০০৬। তারা কল্পনা করছেন, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে রাস্তা দখল করতে হাজার হাজার দুর্বৃত্তকে ঢাকায় পাঠাবেন।”

তিনি আরও লিখেছেন, “দুঃখিত — এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনের যেকোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির মাধ্যমে মোকাবিলা করা হবে।”

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়ানোর প্রস্তাব পাঠালো মন্ত্রণালয়

প্রেস সচিব আরও সতর্ক করে লিখেছেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন, এটি ২৮ অক্টোবর ২০০৬ নয়— এটি জুলাই, চিরকাল।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রকাশ্যে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটে, যা সে সময় ব্যাপক আলোড়ন তোলে।