জুলাই শহীদদের শনাক্তে ৫ ডিসেম্বর আসছে আন্তর্জাতিক ফরেনসিক দল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের পরিচয় নিশ্চিত করতে আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশে পৌঁছাবে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারতের সময় এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানান, বিদেশি বিশেষজ্ঞদের আগমনের পর ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করা হবে। এজন্য রায়েরবাজার এলাকায় একটি অস্থায়ী মর্গ স্থাপন করা হচ্ছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যৌথভাবে ডিএনএ ও ফরেনসিক পরীক্ষা পরিচালনা করবেন।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় নিশ্চিত করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। আন্তর্জাতিক টিমের সহায়তায় দ্রুত ও নির্ভুল শনাক্তকরণ সম্ভব হবে।

সংবাদকর্মীরা নির্বাচন ও পদত্যাগসংক্রান্ত ইস্যুতে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি