রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পুনরায় আবেদন আহ্বান
আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো দ্রুততার সঙ্গে প্রত্যাহারের লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহ ও ভুক্তভোগীদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার আহ্বান জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সলিসিটর বরাবর মামলার বর্তমান অবস্থা, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের স্পষ্ট ফটোকপি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
০৬ জানুয়ারি ২০০৯ থেকে ০৫ আগস্ট ২০২৪—বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে ও পরে—রাজনৈতিক নেতা-কর্মীসহ বহু ব্যক্তির বিরুদ্ধে গায়েবি বা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। এসব মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ হিসেবে আগেই সকল পাবলিক প্রসিকিউটরকে তালিকা প্রেরণের নির্দেশ দেওয়া হয় এবং পরে জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্ত্রণালয় জানায়, প্রাপ্ত মামলার তালিকা যাচাই শেষে জাতীয় পর্যায়ে গঠিত কমিটি ইতোমধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। মামলা প্রত্যাহারের প্রক্রিয়াকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে পুনরায় আবেদন আহ্বান করা হলো।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি





