মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ডিএসসিএসসি কোর্স-২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিরপুর সেনানিবাসে অবস্থিত সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে (ডিএসসিএসসি) বুধবার ডিএসসিএসসি কোর্স-২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান অতিথি ড. মুহাম্মদ ইউনূস ডিএসসিএসসিকে সামরিক শিক্ষায় উৎকর্ষতার প্রতীক হিসেবে উল্লেখ করে, গ্র্যাজুয়েশন সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্পকে দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি এ কলেজের আন্তর্জাতিক খ্যাতি ও সুনামের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট, মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, মাননীয় প্রধান উপদেষ্টাকে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, দীর্ঘ এক বছরের কঠোর প্রশিক্ষণ কর্মকর্তাদের নিজ নিজ বাহিনীকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ডিএসসিএসসি কোর্স-২০২৫ এর সফলতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তর এবং সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বছর কোর্সে অংশগ্রহণ করেছেন মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী, যার মধ্যে রয়েছে-বাংলাদেশ সেনাবাহিনী ১৭০ জন, বাংলাদেশ নৌবাহিনী ৪৫ জন, বাংলাদেশ বিমান বাহিনী ৩৬ জন, বাংলাদেশ পুলিশ ৩ জন, ২৪টি বন্ধুপ্রতিম দেশ থেকে আগত ৫৮ জন বিদেশী অফিসার।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

উল্লেখযোগ্য যে, মোট ১৪ জন মহিলা কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, যার মধ্যে একজন বাংলাদেশ পুলিশ অফিসার রয়েছেন। এটি নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তির প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারকে প্রতিফলিত করে।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৬,৮১৪ জন অফিসার এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে ৫,৩২৯ জন বাংলাদেশি অফিসার, ২০ জন পুলিশ অফিসার এবং ১,৪৬৫ জন বিদেশী অফিসার অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে সেনা ও নৌ বাহিনী প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ এবং বিভিন্ন দেশের মিলিটারী/ডিফেন্স এ্যাটাচি উপস্থিত ছিলেন।