ভোটার তালিকায় নাম তুললেন তারেক রহমান, এনআইডি কার্যক্রম সম্পন্ন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৯ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদানসহ বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হন।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে তারেক রহমান আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুলাই যোদ্ধা শরীফ ওসমানি হাদির কবরে জিয়ারত করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন

তারেক রহমানের ভোটার নিবন্ধনকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে যেখানে তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করবেন—নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ভবনটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তারেক রহমান অনলাইনে ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ করবেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

এনআইডি ডিজি আরও জানান, বায়োমেট্রিক তথ্য নেওয়ার পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তথ্য যাচাই করবে। কোনো তথ্যের সঙ্গে মিল না পেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তার এনআইডি নম্বর জেনারেট হবে। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তিগত হস্তক্ষেপের সুযোগ নেই। তারেক রহমান আমাদের কাছ থেকেই এনআইডি নম্বর বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি তার মোবাইল ফোনে একটি এসএমএস যাবে, সেখান থেকেও তিনি এনআইডি তথ্য ডাউনলোড করতে পারবেন।