শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণে বিলম্ব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে রোববার (২৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত ১টা থেকে রোববার ভোর ৬টার মধ্যে অন্তত ছয়টি আন্তর্জাতিক ফ্লাইটের ঢাকায় অবতরণের কথা ছিল। তবে ঘন কুয়াশায় রানওয়ে স্পষ্ট না থাকায় এসব ফ্লাইট ঢাকার আকাশে দীর্ঘ সময় চক্কর দেয় এবং পরে দেরিতে অবতরণ করে। কুয়াশার পূর্বাভাসের কারণে কয়েকটি ফ্লাইট নিজ নিজ গন্তব্য থেকেও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ঢাকার উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন

বিলম্বিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা ফ্লাইট প্রায় ৫ ঘণ্টা, সালাম এয়ারের মাস্কাট ফ্লাইট ৪ ঘণ্টা, এয়ার অ্যারাবিয়ার শারজাহ ফ্লাইট ২ ঘণ্টা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর ফ্লাইট ৪ ঘণ্টা, বিমানের দুবাই ফ্লাইট ২ ঘণ্টা এবং কাতার এয়ারওয়েজের দোহা ফ্লাইট প্রায় ৫ ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছায়।

ফ্লাইটগুলো দেরিতে অবতরণ করায় ঢাকা থেকে পরবর্তী গন্তব্যে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর উড্ডয়ন সময়ও পিছিয়ে যায়, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ঘন কুয়াশার কারণে আগমন ও বহির্গমনকারী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়েছে। তবে কোনো ফ্লাইট অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়নি।

তিনি আরও জানান, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিকের দিকে এবং ধীরে ধীরে ফ্লাইট অপারেশন স্বাভাবিক অবস্থায় ফিরছে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো সহায়তা দিচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।