জাতীয় সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, প্রার্থীরা ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে, যা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল সংক্রান্ত এই তথ্য জানানো হয়।
ইসি সূত্র জানায়, অঞ্চলভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চিত্রে ঢাকায় সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ঢাকা অঞ্চলের ৬ জেলায় ৪১টি আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৬৩৮ জন এবং দাখিল করেছেন ৪৪৪ জন প্রার্থী।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
অন্যদিকে, রংপুর অঞ্চলের ৮ জেলার ৩৩টি আসনে ২৭৮ জন, রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০ জন, খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬ জন, ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ১৪২ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১ জন, সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬ জন এবং কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৩৬৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি মনোনয়নপত্র বাছাই ও আপিল সংক্রান্ত সময়সূচিতে কিছু পরিবর্তন আনে।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





