ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে তারেক রহমানের স্বাক্ষর
ছবি : বিএনপি চেয়ারপার্সন কার্যালয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দু’টির দলীয় সমন্বয়কদের সাথে নিয়ে এই স্বাক্ষর করেন তারেক রহমান। আগামীকাল সোমবার তারেক রহমানের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা হবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা জাহিদুল ইসলাম রনি এক বার্তায় জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করবেন।





