জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে খালেদা জিয়াকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। বিএনপির পক্ষ থেকে এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, সবকিছু চূড়ান্ত হলে আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে। তিনি আরও বলেন, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বিএনপি।

আরও পড়ুন: খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটে। তবে বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তিনি ক্রমেই শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হতো তাকে।

সর্বশেষ গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চিকিৎসায় সাড়া না দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

আরও পড়ুন: হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কি না, সন্দেহ বার্গম্যানের

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।