ঢাকায় আজ বায়ুদূষণের মাত্রা ‘খুব অস্বাস্থ্যকর’, বিশ্বে শীর্ষে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪৫ পূর্বাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বছরের শুরুতেই ঢাকার বায়ুমান আরও খারাপের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আইকিউএয়ারের একাউটাইনডেক্স স্কোর অনুযায়ী, আজ ঢাকার বায়ুদূষণ ২৭১ রেকর্ড করা হয়েছে, যা নাগরিকদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। এর ফলে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভিতরে থাকা এবং অন্যান্যদের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের আশ্বাস দিলো বাংলাদেশ

বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকায় ঢাকার সঙ্গে শীর্ষে রয়েছে কিরগিজস্তানের বিশকেক, যেখানে স্কোর ২১৫ এবং পাকিস্তানের করাচি, যেখানে স্কোর ২০৮। উভয় শহরের বায়ুমানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

আইকিউএয়ার স্কোরিং অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল

ঢাকার বর্তমান বায়ুদূষণকে প্রভাবিত করছে পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাইঅক্সাইড (ঘঙ₂), কার্বন মনোক্সাইড (ঈঙ), সালফার ডাইঅক্সাইড (ঝঙ₂) এবং ওজোন (ঙ₃) এর মাত্রা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের দূষণ দীর্ঘমেয়াদি শ্বাসনালি, হৃদরোগ এবং অন্যান্য শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ায়।

বৃষ্টি সামান্য সহায়ক হলেও রাজধানীর বায়ুদূষণ এখনো নাগরিকদের স্বাস্থ্যের জন্য মারাত্মক। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের বাইরে বের হওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।