উত্তরায় বিমান বিধ্বস্তে
মৃত্যুর মিছিলে বোনের পর নাম লেখাল ভাইও
রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। সর্বশেষ হৃদয়বিদারকভাবে মৃত্যু হয়েছে দগ্ধ শিশু আরিয়ান আশরাফ নাফির (৯)। এর আগের দিন মারা যায় তার বোন তাহিয়া তাবাসসুম নাদিয়া (১৩)।
আরও পড়ুন: অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় ২০২৫ স্বাগতম ২০২৬, নতুন বছরে পুনর্জাগরণের অঙ্গীকার
দুই ভাইবোনই গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার ভোর ৩টায় মারা যায় নাদিয়া এবং বুধবার রাত ১২টা ১৫ মিনিটে মারা যায় নাফি। তাদের শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল — নাফির শরীরের ৯৫% পুড়ে যাওয়ার তথ্য দিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা জারিপ্রাপ্ত আসামী বরুড়ার আবুল হাসেম এখনো ধরা ছোঁয়ার বাহিরে
তাহিয়া ও নাফি ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলামের সন্তান। সন্তানদের ভালো শিক্ষার পরিবেশ দিতে আশরাফুল পরিবার নিয়ে উত্তরায় বসবাস করছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। নাফির মৃত্যুর পর মোট নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়াল।
দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের হাসপাতালভিত্তিক হালনাগাদ তথ্যদেওয়া হলো, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০। ঢাকা সিএমএইচ: আহত ২৮, নিহত ১৬। উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল: আহত ১৩, নিহত ২। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১। কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: আহত ১, নিহত ০ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত ০
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন।
এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। দেশের সর্বস্তরে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।





