বিএনপির সমাবেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

জামালপুরে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টায় ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, রবিন তার ফেসবুক আইডিতে দলীয় সমাবেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করে দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
মঙ্গলবার বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশ জামালপুর সদরের নান্দিনা বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। এতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এই বিষয়টি নিয়েই ফেসবুকে স্ট্যাটাস দেন ছাত্রদল নেতা রবিন।
তার পোস্টে লেখা ছিল, "এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি?" পোস্টে যানজটে আটকে থাকা গণপরিবহনের কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি। এই পোস্টের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি এ অভিযোগ অস্বীকার করে বলেন, "সমাবেশে কোনো ধরনের জনভোগান্তি হয়নি। রবিন অন্য গ্রুপের লোক, তার অভিযোগ অযৌক্তিক।" অভিযোগ প্রসঙ্গে রবিনের মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি।