তারেক রহমানের ‘বিড়াল প্রীতি’ ছবিটি মুহূর্তে ভাইরাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের আলোচনায় এসেছেন প্রিয় বিড়ালের সঙ্গে খুনসুটির ছবি প্রকাশ করে।
রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ছবিতে দেখা যায়, কম্পিউটারে কাজ করার ফাঁকে তিনি বিড়ালকে আদর করছেন। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দলীয় নেতাকর্মীরা ছবিটি ঘিরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
আরও পড়ুন: ছাত্রদল ভিপি প্রার্থী আবিদ ও জিএস প্রার্থী হামিম এর আইডি ডিজেবল
বিশেষজ্ঞদের মতে, ‘বিড়ালপ্রীতি’ ব্যক্তিত্বের কোমলতা ও জনবান্ধব চরিত্রের প্রতিফলন। বাংলায় প্রচলিত ‘বিড়ালের মতো চলাফেরা’ প্রবাদটি কৌশল ও গোপনীয়তাকে ইঙ্গিত করে। ফলে রাজনৈতিকভাবে বিড়ালকে প্রতীকী অর্থে কৌশলগত পদক্ষেপের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে।
ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে—তারেক রহমানের এ বিড়ালপ্রেম কি কেবল ব্যক্তিগত নাকি রাজনৈতিক বার্তারও অংশ?
আরও পড়ুন: মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনেও বহু রাজনীতিবিদকে পোষা প্রাণীর সঙ্গে ছবি প্রকাশ করতে দেখা গেছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিংবা কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো নেতারা বিড়াল বা কুকুরের সঙ্গে ছবি শেয়ার করে সফট পাওয়ার রাজনীতির উদাহরণ স্থাপন করেছেন।