আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে—আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নয়। এ বিষয়ে সরকারের ওপর দেশি-বিদেশি কোনো মহলের চাপও নেই। বরং আন্তর্জাতিক মহল বিস্মিত—জুলাই আন্দোলনে ব্যাপক প্রাণহানির পরও দলটি অনুশোচনা প্রকাশ করেনি।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো একই অবস্থানে রয়েছে। পূর্ববর্তী নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া জনগণ এবার আগ্রহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে হাজারো নির্বাচন হলেও অধিকাংশ ক্ষেত্রেই ভোট কারচুপি, অনিয়ম এবং প্রভাব খাটানোর নজির ছিল। নির্বাচন প্রক্রিয়াকে দুর্নীতির আশ্রয়ে বিকিয়ে দেওয়া হয়েছিল—কারা মনোনয়ন পাবে, কোথায় প্রার্থী বসানো হবে সবকিছুই টাকার বিনিময়ে নির্ধারিত হতো।

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’ বলছে দল

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৭৯২ সালের পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন দেশকে জমিদারদের হাতে তুলে দেয়, তেমনিভাবে পূর্বের শাসকগোষ্ঠী নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে জমিদারি কায়দায় পরিচালনা করেছে।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এটি হবে দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের ও আরডিসি উম্মে তাহমিনা মিতু।