অস্ট্রেলিয়ান এমপিদের নিরাপত্তা আহ্বানে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার একাধিক সংসদ সদস্য। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা আরও জোরদার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিদেশি সংসদ সদস্যদের এমন অবস্থানকে স্বাগত জানিয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি লেখেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী স্বচ্ছতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে অস্ট্রেলিয়ান এমপিরা যেভাবে স্পষ্ট ও সাহসী অবস্থান নিয়েছেন, তা সর্বজনীন গণতান্ত্রিক নীতির প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এমন মুহূর্তে অস্ট্রেলিয়ান এমপিদের নিরাপত্তা-সংক্রান্ত আহ্বান বাংলাদেশের জনগণের সামগ্রিক প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তারেক রহমান আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সততা, উদ্বেগ প্রকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার বাংলাদেশের বাস্তব চ্যালেঞ্জগুলোকে বিশ্বব্যাপী তুলে ধরছে।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

তিনি বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের সমর্থন প্রমাণ করে যে গণতন্ত্র রক্ষায় বৈশ্বিক অঙ্গীকার যৌথ। বিশ্ব সম্প্রদায় একসাথে কাজ করলে শান্তি, ন্যায়বিচার ও অগ্রগতির পথ সুগম হয়।