১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ

১৬ দিনের ‘বিজয় মশাল রোড শো’ ঘোষণা বিএনপির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৬ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিজয় দিবসকে সামনে রেখে ১৬ দিনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ‘বিজয় মশাল রোড শো’ শীর্ষক দেশব্যাপী এ আয়োজন চলবে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। সমাপনী দিনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির বিস্তারিত জানান।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

তিনি বলেন, এবারের কর্মসূচির সূচনা হবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে—যেখানে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। “স্বাধীনতার এই ঐতিহাসিক স্থান থেকেই আমরা বিজয় মাস উদযাপনের যাত্রা শুরু করছি,” যোগ করেন তিনি।

ফখরুল জানান, ১ ডিসেম্বর কালুরঘাট থেকে বিজয় মশাল যাত্রা শুরু হয়ে ওই দিনই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের একজন ‘জুলাই যোদ্ধা’।

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

তার ভাষায়, “যেভাবে ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, ঠিক একইভাবে ২০২৪ সালের আন্দোলন ছিল জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই।”

বিএনপির ঘোষিত ১৬ দিনের কর্মসূচিতে রয়েছে—

* দেশব্যাপী ‘বিজয় মশাল রোড শো’

* আলোচনা সভা

* মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন

* জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন

* জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার

* জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

* প্রামাণ্যচিত্র প্রদর্শনী


চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই রোড শো পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর হয়ে দেশের সব বিভাগ ঘুরে ১৬ ডিসেম্বর ঢাকায় এসে শেষ হবে। প্রতিটি বিভাগে একজন মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের একজন জুলাই যোদ্ধা মশাল বহন করবেন।

বিএনপির মহাসচিব আরও জানান, কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হবে দলের প্রস্তাবিত ৩১ দফা রূপকল্প। পুরো আয়োজনজুড়ে বাজবে থিম সং ‘সবার আগে বাংলাদেশ’।

১৬ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির বিজয় মাস উদযাপনের এই বিশেষ আয়োজন।