এনসিপির মনোনীত প্রার্থী বিএনপি নেতা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের।

আরও পড়ুন: ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পর নির্বাচন এলাকায় মঞ্জুর কাদেরের পক্ষে-বিপক্ষে আলোচনার সৃষ্টি হয়েছে। সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।

আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম

মেজর (অব.) মঞ্জুর কাদেরের মিডিয়া সেলের সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে তিনি মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি শাপলা কলি প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সেনা থেকে রাজনীতিতে প্রবেশ করা মঞ্জুর কাদের ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে পুনরায় নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হন। ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকের কাছে মাত্র ২৫২ ভোটে হেরে যান।

মনোনয়নের পর এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুর কাদেরকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মাহিন সরকার নিজে এই আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।