ওসমান হাদির ওপর হামলা

‘৫০ প্রার্থী হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ’: রাশেদ খান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৮ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে প্রায় ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে এবং এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে ঢাকায় ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

রাশেদ খান বলেন, “আমরা দেখেছি, আমাদের একজন বিপ্লবী যোদ্ধা, বলিষ্ঠ কণ্ঠস্বর—যিনি আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন—ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে। অথচ এখনো পর্যন্ত হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করা যায়নি।”

স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কেউ আসামিদের শনাক্ত করে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে প্রশ্ন হলো—গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‍্যাব ও যৌথবাহিনী কী করছে? আগে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছিল। আমার মনে হয় এবার ফ্যাসিবাদের দোসররা যারা সরকার, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন দপ্তর ও বাহিনীতে রয়ে গেছে, তাদের ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ ঘোষণা করা উচিত।”

আরও পড়ুন: কেবল জামায়াতে ইসলামীই অর্থপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: অধ্যাপক জেহাদ খান

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, “রাষ্ট্র পরিচালনায় সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং উপদেষ্টাদের মধ্যে চরম সমন্বয়হীনতা আমরা দেখছি। তারা সবসময় সংস্কারের কথা বলেছিল—একটা উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রব্যবস্থার কথা বলেছিল। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখিনি।”

তিনি বলেন, “স্বাধীনতার এত বছর পরও আমরা সাম্য, মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। মুক্তিযুদ্ধের সময়ও বলা হয়েছিল ‘নতুন বাংলাদেশ’-এর কথা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই নতুন রাষ্ট্র এখনো বাস্তবায়ন হয়নি।”

আওয়ামী লীগের শাসনামল নিয়ে কঠোর মন্তব্য করে রাশেদ খান বলেন, “যে দলটি সবসময় নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছে, তারাই গণতন্ত্র হত্যা করেছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও মতপ্রকাশের স্বাধীনতার বাংলাদেশ গড়া হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তথাকথিত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করেছে।”