তিন দিনের শোক দিবস শেষে তারেক রহমানের স্ট্যাটাস

খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধার দৃশ্য পরিবার কখনও ভুলবে না: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের শ্রদ্ধা জানানোর দৃশ্য তাদের পরিবার কখনও ভুলবে না বলে জানিয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ

তারেক রহমান লেখেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে। এ সময়ে দেশজুড়ে এবং দেশের বাইরে থাকা শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।

তিনি বলেন, এই তিন দিনে আমরা আরও উপলব্ধি করেছি—আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতেন। অনেক ক্ষেত্রেই সেই অর্থ ও প্রভাব ছিল এত গভীর, যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি বুঝে উঠতে পারিনি।

আরও পড়ুন: দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি মির্জা ফখরুলের

তারেক রহমান উল্লেখ করেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপোষহীনতার প্রতীক এবং নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর অনুপ্রেরণা। রাজনীতির সীমানা ছাড়িয়ে তার এই প্রভাব পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অসংখ্য মানুষকে স্পর্শ করেছে।

রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ে এই সম্মানজনক আয়োজন সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্ন দেশের সরকারপ্রধান, কূটনীতিক ও নেতৃবৃন্দের সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, জানাজায় বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি, শোকবার্তা, সমবেদনার চিঠি এবং সামাজিক মাধ্যমে মানুষের অনুভূতির প্রকাশ ছিল অভূতপূর্ব।

এ ছাড়া সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) গার্ড অব অনার ও শেষ সালামকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবে উল্লেখ করেন তারেক রহমান।

তিনি আরও বলেন, অনেকেই নীরবে ও আড়ালে থেকে এই পুরো প্রক্রিয়া সফল করতে ভূমিকা রেখেছেন, যাদের নাম আলাদাভাবে উল্লেখ করা সম্ভব হয়নি—তাদের প্রতিও জিয়া পরিবারের কৃতজ্ঞতা রয়েছে।

সবশেষে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনই ভুলবে না। এই ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের মানবিক আবেগ ও সহমর্মিতারই প্রতিফলন।

তিনি জানান, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে পাশে থাকা সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।