টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, অধিনায়ক লিটন; বাদ শান্ত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে একটি সেঞ্চুরির দেখা পেলেও নির্বাচকদের আস্থার বাইরে থেকে গেলেন তিনি।
আরও পড়ুন: গোলের বন্যায় বিলবাওকে উড়িয়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা
বিশ্বকাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিকেরও। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আলোচিত পারফরম্যান্স করা পেসার রিপন মন্ডলকেও স্কোয়াডে রাখা হয়নি।
নির্বাচকেরা ১৫ সদস্যের দলে পাঁচজন পেসার এবং তিনজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছেন, যা বোলিং আক্রমণে ভারসাম্য আনার ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কোনো আল্টিমেটাম দেয়নি: বিসিবি সভাপতি
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হতে মুম্বাইয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।





