মাদুরোর পতনের পরও বিশ্ববাজারে তেলের দাম কমেছে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী আটক হওয়ার পর তেলের বাজারে বড় ধরনের প্রভাব প্রত্যাশিত হলেও বাস্তবে দাম সামান্য কমেছে।
অয়েল প্রাইস ডট কমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০.৭৫ ডলারে নেমেছে। একই দিনে ডব্লিউটিআই ক্রুডের দাম ৫৭.৩২ ডলারে পৌঁছেছে, যা ০.১৭ শতাংশ কম। অন্যান্য তেলের দামও হালকা কমতির দিকে ছিল।
আরও পড়ুন: ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের হাতে
বিশ্লেষকদের মতে, আধুনিক বাজারে ভূরাজনৈতিক উত্তেজনা তেলের মূল দামে প্রভাব ফেলে না। মাদুরো আটক হওয়া বড় রাজনৈতিক ঘটনা হলেও, ভেনেজুয়েলার তেল উৎপাদন বর্তমানে সীমিত—দৈনিক এক মিলিয়নের বেশি মাত্র, যার বড় অংশ দেশেই ব্যবহৃত হয়। তাই বৈশ্বিক সরবরাহে প্রভাব খুবই কম।
ফোর্বসের মতে, শুধু পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হলে তেলের দাম হঠাৎ বাড়তে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীনের অর্থনৈতিক ধীরগতি ও চাহিদা কমে যাওয়া তেলের দামের ধারাবাহিক হ্রাসের কারণ।
আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত শতাধিক: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী





