যশোর সাব-রেজিস্ট্রি অফিসে আগুনে পুড়ে গেছে দুইশ বছরের পুরোনো দলিলপত্র
যশোরের সাব-রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ দলিলপত্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লাগলে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আগুনে পুড়ে গেছে ১৭৪১ থেকে ১৯৪০ সালের মধ্যে যশোর ও আশপাশের এলাকার ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র। শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, পুরোনো ভবনে সংরক্ষিত এসব দলিল খুবই গুরুত্বপূর্ণ হলেও দৈনন্দিন প্রয়োজন না হওয়ায় সাধারণত দরজা খোলা থাকত না।
আরও পড়ুন: মৃদু শৈত্যপ্রবাহ, শীতে কাঁপছে পঞ্চগড়
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, “রাত সোয়া ৯টার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের গেটে তালা দেওয়া ছিল। তালা ভেঙে প্রবেশের পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া দলিলের পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে শার্শার সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় সব পুরনো কাগজপত্র ছাই হয়ে গেছে এবং অবশিষ্ট কিছু পানিতে ভিজে নষ্ট হয়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম, হাসপাতালে রোগীর চাপ
স্থানীয়রা মনে করছেন, ভবনের ভেতরে বৈদ্যুতিক সংযোগ না থাকায় শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা নেই। অনেকের ধারণা, এটি পরিকল্পিতভাবে সংঘটিত অগ্নিকাণ্ড হতে পারে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে।
যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন বলেন, “ঘটনাটি রহস্যজনক। নৈশপ্রহরী দায়িত্বে থাকলেও আগুন লাগার সময় সেখানে ছিলেন না। পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।”
এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় দুইশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে যাওয়ায় ইতিহাস ও আইনি নথির ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।





