হাদি হত্যার আসামীদের সহায়তার অভিযোগে ভারতে আটক ৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার ঘটনায় জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়ের।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই পাঁচ বাংলাদেশিকে আটক করেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে তিনি এ তথ্য প্রকাশ করেন বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: ওসমান হাদি হত্যায় বাইক চালক আলমগীরের সহযোগী গ্রেপ্তার
জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী আটক ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী, মিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল এবং সীমান্ত এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ফিলিপস।
তিনি আরও দাবি করেন, শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তারের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এ অভিযান ইতোমধ্যে আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আটক ও অভিযানের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছে।





