কোকোর কবরে জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে জিয়ারত করেছেন। শনিবার দুপুর ২টার দিকে তিনি রাজধানীর বনানী কবরস্থানে পৌঁছান। সেখানে কোকোর কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরে সুরা ফাতেহা ও দরুদ শরিফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি।
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে সময় তারেক রহমান লন্ডনে নির্বাসিত অবস্থায় ছিলেন। কোকোর মৃত্যুর একদিন পর তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
কোকোর কবরে জিয়ারত শেষে তারেক রহমান বনানীর সামরিক কবরস্থানে যান। সেখানে তিনি তার শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।





