বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মুরসালিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় কার্যক্রমে অংশ নেওয়া এবং সব ধরনের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে দুই নেতা জানান, আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সীতাকুন্ডে গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাদিক কায়েম যা বললেন
এর আগে, ৭ নভেম্বর দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের কারণে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মুরসালিন এবং সীতাকুন্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ-এর প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।





