চাঁদপুরে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

Sanchoy Biswas
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা সোমবার (৩ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জেলার বিভিন্ন পূজামণ্ডপ। আহ্বান করা হয়েছে মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর।

শাস্ত্রমতে, প্রতি বছরের মত এ বছরও মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীতে লাখো সুফিবাদী জনতার জশনে জুলুস র‌্যালি

দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।

এদিনে হাতেখড়ি, পুষ্পাঞ্জলি, হোম, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে দেবীর পূজা সম্পন্ন হয়।

আরও পড়ুন: সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

এদিকে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব সরস্বতী পূজা উপলক্ষ্যে জেলার হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এছাড়াও জেলা পূজা উদ্‌যাপন পরিষদ, পূজা কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা ধর্ম-বর্ণ নির্বিশেষে জেলার সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন।