আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট ১০ মিনিটেই শেষ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ০৬ জুন ২০২৩ | আপডেট: ৮:২৯ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের পর ফুটবল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথমবারের মত বিদেশে খেলতে যাচ্ছে। মেসিবাহিনী এ মাসেই সফর করবে চীন ও ইন্দোনেশিয়া।

অস্ট্রেলিয়ার বনাম আর্জেন্টিনার ম্যাচটি হবে ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। ফুটবলপ্রেমিরা অভিযোগ করেছিল- ম্যাচটির জন্য টিকিটের মূল্য নাকি অতিরিক্ত। তবে মিনিট দশেকের মধ্যেই সেই ম্যাচের প্রথম ধাপের সব টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার ম্যাচটির দ্বিতীয় দফার টিকিট ছাড়া হবে।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

বিভিন্ন ক্যাটাগরির টিকিটের সর্বনিম্ন মূল্য ৮২ ডলার বা প্রায় ৮ হাজার ৭৫৩ টাকা। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৬৮০ মার্কিন ডলার বা প্রায় ৭২ হাজার ৫০০ টাকা।

স্থানীয় সময় সোমবার দুপুর ১টায় টিকিট বিক্রি শুরু হলেও ১০ মিনিট পর অনলাইনে টিকিট কিনতে গিয়ে অনেক ভক্ত হতাশ হন। টিকিটের সঙ্গে প্রত্যেক ব্যক্তির পরিচয়পত্রের নাম্বার ও ফটো আইডি জুড়ে দেওয়ার কারণে ম্যাচটির টিকিট অন্য কারো কাছে বিক্রি করা যাবে না। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

সামনেই ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব। এই বাছাই পর্ব সামনে রেখে প্রস্তুতি হিসেবে চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আর এবছরের সেপ্টেম্বরে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব।