ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মুজিব

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ৬:৫১ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৩
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন মুজিব-উর-রহমান। কদিন আগে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রশিদ খান। ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের মুজিব।

বিশ্বকাপে আজ নিজেদের সেরা দিনটা কাটিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মুজিব বলেছেন, 'এই ট্রফিটা আমি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের প্রতি উৎসর্গ করছি। এটি এমন কিছু যা আমরা দল হিসেবেও করতে পারি। আমি একজন খেলোয়াড় হিসেবে করলাম।'

ইংল্যান্ডকে হারানো আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি। মুজিব বলছেন এটা তাঁদের জন্য গর্বের মুহূর্ত, 'বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। পুরো দলের জন্য দুর্দান্ত অর্জন। এমন কিছুর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। বোলার এবং ব্যাটারদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো