বিপিএল: টস জিতে ব্যাটিংয়ে রংপুর

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৭:৪৩ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিপিএল-এর আজকের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

হার দিয়ে শুরু করলেও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা পরের দুই ম্যাচ জিতে ছন্দে ফিরেছে। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে কুমিল্লা।

আরও পড়ুন: রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন, ক্ষুব্ধ বিসিবি সভাপতি

অন্যদিকে কুমিল্লার মতো হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রংপুরও। এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে রংপুর। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে উত্তরবঙ্গের দলটি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান

লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম। 

রংপুর রাইডার্স একাদশ

নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।