সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ না দেখে অবাক মঈন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সালাউদ্দিনের মতো এমন প্রতিভাবান কোচকে জাতীয় দলের প্রধান কোচের ভূমিকায় না দেখে হতবাক ইংলিশ ক্রিকেটার মঈন আলি। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে এই বিষয়ে কথা বলেন মঈন।

কুমিল্লার হেড কোচ সালাউদ্দিন প্রসঙ্গে মঈন বলেছেন, ‘আমি সত্যিই হতবাক তাকে বাংলাদেশের প্রধান কোচের ভূমিকায় না দেখে। আমি জানিনা কেন তাকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে, আমার চোখে সে বাংলাদেশের সেরা কোচ। আমি বিশ্বের অনেক দেশের কোচদের অধীনে খেলেছি, তাদের মধ্যে সালাউদ্দিন সেরা। সে তরুণ প্লেয়ারদের খুব ভালো বুঝতে পারে।’

আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণের সিদ্ধান্ত আসছে শুক্র বা সোমবার

কুমিল্লার জার্সিতে খেলা প্রসঙ্গে তার ভাষ্য, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার জন্য পরিবারের মতো। আমরা গত তিন বছর ধরে একসঙ্গে খেলছি, সত্যিই অসাধারণ একটি দল। দল জিতলে সবার ভালো লাগে, আমিও ব্যাতিক্রম নই। এসেই ব্যাটে রানের পাশাপাশি বল হাতে উইকেট পেয়েছি, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

দেশের কোচিং জগতে সালাউদ্দিনকে প্রথম সারির যোদ্ধা বলা যায়। যেভাবে জাতীয় দল বা বাইরের খেলোয়াড়দের বাজে ফর্মকে তুড়ি মেরে সেরাটা বের করে আনেন সেটা খুব কম কোচই পারেন। আজও  জাতীয় দলের খেলোয়াড়রা কিছু হলেই সালাউদ্দিনের শরণাপন্ন হন। ২০১৯ বিশ্বকাপে পর  সালে তিনি জাতীয় দলের কোচ হবার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন,তবে অজানা কারণে তিনি কোচ হতে পারেননি।

আরও পড়ুন: রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন, ক্ষুব্ধ বিসিবি সভাপতি