বিপিএলের সেরা খেলোয়াড়ের তালিকায় যারা
বিপিএলের এবারের আসর প্রায়ই শেষের পথে। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ বাকি আর মাত্র ৪টা ম্যাচ। ৪ ম্যাচ বাকি সত্ত্বেও কেউ কেউ ব্যক্তিগত পারফরম্যান্সে অন্যদের চেয়ে এগিয়ে গেছেন। এবারের আসরের সেরা খেলোয়াড়ের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, তামিম ইকবাল, তানজিদ তামিম ও শরিফুল ইসলামরা।
সাকিব আল হাসান
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
বিপিএলের ইতিহাসে সাকিব সর্বোচ্চ বার (৪) সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন। প্রথম দুই আসরেই টানা প্লেয়ার অব দ্য টুর্নামন্ট হন তিনি। এরপর ২০১৯ ও ২০২২ সালের আসরেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সিরিজসেরা হওয়ার দৌড়ে সাকিব এবারও অন্যতম সেরা নাম। রংপুরের হয়ে ১৬৮.২৪ স্ট্রাইকরেটে ২৪৯ রান করার পাশাপাশি বল হাতে এখন পর্যন্ত ১৭টি উইকেট নিয়েছেন তিনি।
তাওহীদ হৃদয়
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে তাওহীদ হৃদয় সাকিবের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। ১২ ম্যাচ খেলে একটি সেঞ্চুরিসহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটার ১৪৯.৬১ স্ট্রাইকরেটে ৩৮৩ রান করেছেন। তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক, ফাইনাল পর্যন্ত খেললে সর্বোচ্চ রানের মালিকও হতে পারেন এ ব্যাটার।
তামিম ইকবাল
তামিম ইকবাল এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক (৩৯১)। তবে ৩৯১ রান করার পথে তিনি ১২৬.১৩ স্ট্রাইকরেটে খেলেছেন, যা অনেকটাই টি-টোয়েন্টিসুলভ নয়। তাই সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সাকিব-হৃদয়ের চেয়ে কিছুটা ব্যাকফুটে তিনি।
তানজিদ তামিম
এবারের বিপিএলে যে তিন ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন, তার মধ্যে তানজিদ তামিম একজন। তামিম এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১১ ম্যাচে চট্টগ্রামের এই ব্যাটার ৩৮২ রান করেছেন, স্ট্রাইকরেট ১৩৬.৪৩। হৃদয়ের সঙ্গে যৌথবাবে সর্বোচ্চ ছক্কাও (২০) তার।
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি। ১২ ম্যাচে তিনি শিকার করেছেন ২০ উইকেট, এর মধ্যে আছে কুমিল্লা ভিক্টোয়িান্সের বিপক্ষে একটি হ্যাটট্রিকও। তবে তার দল দুর্দান্ত ঢাকা টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে বাদ পড়ায় সেরা খেলোয়াড় হওয়ার অনেকটাই পিছিয়ে তিনি





