'এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই'

টি-টোয়েন্টি সিরিজ হেরে ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ। শেষ ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করার পর ওয়ানডে সিরিজে দর্শকদের আগ্রহ কমেছে। চট্টগ্রামে ওয়ানডে ম্যাচ দেখতে দর্শকদের উপস্থিতি কম হতে পারে। তবে এই বিষয় নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
মঙ্গলবার (১২ মার্চ) প্রথম ওয়ানডের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। এ সময় তিনি বলেন, 'এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।'
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
শান্ত আরও বলেন, 'আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'